
গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গুচ্ছ গ্রামের বাসীন্দাদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের শাক- সবজির বীজ বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফকামাল গ্রামের গুচ্ছ গ্রামের ২২টি পরিবারের মাঝে এই বীজ বিতরণ করা হয়। এর মাঝে সনাতন ধর্মাবলম্বী ৯টি ও মুসলিম পরিবার রয়েছে ১৩টি।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষিত প্রতি ইঞ্চি জমি কাজে লাগানোর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়।
এতে গৃহহীন ও ভূমিহীন পরিবার গুলো সরকারের দেয়া ঘরসহ ২শতাংশ জমিতে বিভিন্ন রকমের শাক সবজির চাষ করে নিজেদের পুষ্টি চাহিদা মেটাতে পারবে সেই সাথে আর্থিক ভাবেও লাভবান হতে পারবে।
কৃষি অফিসের এমন মহত উদ্যোগে খুশি গুচ্ছ গ্রামের বাসিন্দারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম,
কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবুল আলম বসুনিয়া, উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুর রব সরকার,
উপ সহকারী কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ত্বহা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page