ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তার পাশে কচুরিপানার স্তূপে পড়া যুবকের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উন্মোচন সহ ৩ জনকে গ্রেফতার করেছেন বিজয়নগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- তৌহিদুল ইসলাম (৩১), সামির খান (২৫) ও সিয়াম (১৬)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াই সিধা ইউনিয়নের দগরিসা গ্রামের বাসিন্দা।
জানা যায়, মরদেহ উদ্ধারের পর বিভিন্ন ভাবে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। অজ্ঞাত মরদেহ মজিবুর রহমান (৩৫) সে ময়মনসিংহ জেলার ঘুষটা কাউরা পাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে সে আশুগঞ্জে চর চারতলা গ্রামের আলাউদ্দিন সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। সে ভাড়ায় সিএনজি চালাতেন । তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান, নানা তথ্যসূত্রের মাধ্যমে হত্যাকাণ্ডে অংশ নেয়া পাঁচজনের মধ্যে তিন জনকে শনিবার (২১ জুন) ভোর রাতে তাদের বাড়ি হতে গ্রেফতার করা হয়। আসামীরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন এবং সিএনজি ডাকাতির উদ্দেশ্যে এ হত্যাকান্ড করেছে বলে জানা গেছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য গত ২০ জুন (শুক্রবার) পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকায় রাস্তার পাশে কচুরিপানার স্তূপে পড়া জলাশয় থেকে অজ্ঞাত যুবকের মরদেহের গলাকাটা লাশ উদ্ধার করেছেন বিজয়নগর থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page