ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে সেবা সেবা না পেয়ে জন্ম নিবন্ধনের সকল ডকুমেন্টস ছিড়ে ফেললেন এক প্রবাসী । ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩ টার সময় উপজেলা চত্বরে এক প্রবাসী নিজের সকল ডকুমেন্টস ছিড়ে ফেললেন। ওই প্রবাসী উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সাইমন মিয়া। জানা যায়, তিনি সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত লাইনে দাড়িয়ে বিড়ম্বনার স্বীকার হয়ে তিনি এ কাজ কনে। তাছাড়া প্রতিনিয়তই ভোগান্তির স্বীকার হচ্ছেন জন্ম নিবন্ধন সেবা প্রত্যাশীরা। নিয়মের বেড়াজাল আর কর্তব্যরত কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরনে জনগন অতিষ্ঠ। প্রতিদিনই উপজেলার প্রশাসনিক কর্মকর্তার অফিসের সামনে দেখা যায় বিরাট লাইন। এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা মো: খন্দকার রাসেল জানান, যেকোনো জন্ম নিবন্ধন আবেদনে ইউএনও স্যার অনুমোদন না দিলে আমার করার কিছু থাকেনা।এরপরেও অতি জরুরী বিষয়টা অগ্রাধিকার ভিত্তিতে করে থাকি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় না।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page