
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাজাসহ ৩ জনকে আটক করেছেন বিজয়নগর থানা পুলিশ। জানা যায়, ৪ জুলাই দিবাগত রাত ১২টা ৩৫ মিনিট সময়ে এসআইমোঃ আবুল কালাম ও এ এসআই মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমোড়া গ্রামের জসিম মিয়ার বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে আধ মণ গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কান্দিরাপাড়া এলাকার মোঃ ফজলু মিয়ার ছেলে মোঃ পিয়াস মিয়া (৩০)। অপরদিকে ৫ জুলাই দুপুর ১২টা৪৫ মিনিটের সময় বিজয়নগর থানার এসআই জিম এম কাদের সঙ্গিয় ফোর্স নিয়ে উপজেলার চান্দুরা সিঙ্গারবিল সড়কে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ ২ জন মহিলাকে গ্রেফতার করেছেন। সিএনজি চালিত অটো রিকশা দিয়ে উপজেলার চান্দুরা যাওয়ার পথে চান্দুরা সিঙ্গারবিল সড়কের কালিসীমা নামক স্থানে আটক করেন। আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শন্তপুর রেলগেইট এলাকার মৃত নুরুল ইসলামে স্ত্রী বকুল বেগম(৫০) ও একই এলাকার সিদ্দিক মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৫)।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে অভিযান২৪ডট কমকে জানান, তাদেরকে গ্রেফতার করে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page