
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বৈদ্যুতিক তারের সংস্পর্শে তৃতীয় তলা থেকে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। জানা যায়, ২৪ জুন সকালে উপজেলার আমতলী বাজার চৌরাস্তার মোড় থেকে পশ্চিম দিকে মোঃ বাচ্ছু মেম্বারের নব নির্মিত ভবনে পল্লী বিদ্যুতের ১১কেবি বৈদ্যুতিক লাইনের নিচে কাজ করতে গিয়ে এ মারাত্বক দূর্ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম মোঃ ইমাম মিয়া (১৮) । তিনি উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে। গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল প্রেরণ করেন।
জানা যায়, প্রায় মা এক মাস আগেও উক্ত বাচ্ছু মেম্বারের ভবনে কাজ করতে গিয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়ে কোন রকম প্রাণে বাঁচে। ভবনের মালিকের অসচেতনতার কারণেই বার বার দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা দাবী করছেন। সরে জমিনে দেখা যায়, বৈদ্যুতিক তার না সরিয়ে উক্ত তারের নিচে ভবন নির্মানের ফলে এমন ঘটনা ঘটছে। তাছাড়া ভবন নির্মানে নাই কোন সেফটি। এ ছাড়া স্থানীয় পল্লী বিদ্যুত অফিসের উদাসীনতার কারনও খুঁজে পাওয়া যায়।
এ বিষয়ে ভবনের মালিক মোঃ বাচ্ছু মেম্বার জানান, আমি ভবন নির্মানের আগে পল্লী বিদ্যুত অফিসে দরখাস্ত করেছি কিন্তু তারা এ বিষয়ে কোন গুরুত্ব দেন নাই।
উপজেলা পল্লী বিদ্যুতের কর্তব্যরত ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম বলেন, প্রথম ঘটনার পর ভবনের মালিক মোঃ বাচ্ছু মেম্বার আমাদের কাছে দরখাস্ত দিলেও বৈদ্যুতিক তার সরানোর বিষয়ে অফিসের নিয়ম কানুন মতে কাজ করে নাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, নিয়ম নীতি না মেনে বৈদ্যুতিক তারের নিচে ভবন নির্মান করার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page