ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল ধাক্কা লাগায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ১৪ নভেম্বর বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার মিয়া (৪২) ওই ইউনিয়নের চাঁনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। এ ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল মিয়া পলাতক রয়েছে। সে পাহাড়পুর ইউনিয়নের সান্তামোড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
সরে জমিনে জানা যায়, দুপুরে দেলোয়ার মিয়া তার অটোরিকশাটি নিয়ে আউলিয়া বাজারে যায়। সেখানে অটোরিকশাটি ঘোরানোর সময় ঘাতক বিল্লাল মিয়ার দোকানের সামনে রাখা মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে বিল্লাল মিয়া ক্ষুব্ধ হয়ে শক্ত কাঠ দিয়ে দেলোয়ার মিয়াকে বেধড়কভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল মিয়া পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘাতক বিল্লালকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page