ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ও ঘর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে সরাইলের দেওড়া গ্রামে দুই পক্ষের মাঝে মারামারি হয় । এসময় ৭০ বছর বয়স্ক আফরুজ মিয়া অসুস্থ অবস্থায় মারা যান। পরে জজ মিয়া, মিন্টু মিয়া, হযরত আলী ও রহমত আলী সহ তাদের লোকজন প্রতিপক্ষ কে ফাঁসানোর জন্য উপর্যুপুরি ছুরিকাঘাত করে হত্যা মামলা সাজানোর চেষ্টা করেন। রাত থেক সকাল পর্যন্ত প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা ভাংচুর ও লোটপাট করে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন করেন।
নিহত আফরোজ মিয়ার লোকজন বলছেন, তিনি মারামারিতে যান নাই এবং অসুস্থ ছিলেন। তাহলে তাকে কে মেরেছেন নাকি নিজের দলের লোকজন মেরে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেছেন, এ নিয়ে স্থানীয়দের মনে রয়েছে নানা প্রশ্ন। অনেকে আবার ভয়ে মুখ খুলে কিছু বলতেছে না ।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোরশেদুল আলম চৌধুরী অভিযান টোয়েন্টিফর ডট কমকে জানান,হত্যার বিষয়ে কোন মামলা হয়নি,যেকোনো পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page