সোমবার দিবাগত রাতে আনুমানিক ২: ঘটিকায় নেত্রকোণা পারলা বিজিবি ক্যাম্প পার্শ্ববর্তী সিলেট মটরস এবং নাঈম মটরসএ মেরামত যোগ্য হাইছ গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
এ ঘটনায় পাশাপাশি দুটি গ্যারেজে মোট তিনটি হাইছ ও তিনটি ব্যক্তিগত প্রাইভেট কার,দুটি হাওয়ার যন্ত্রসহ সমস্ত গ্যারেজ পুড়ে যায়।
এ বিষয়ে নাঈম মটরস এর মালিক ইব্রাহিমের সঙ্গে কথা বললে তিনি বলেন ঈদের ছুটি কাটাতে গ্যারেজ বন্ধ থাকায় লোকজন ছিল না। এলাকাবাসীর ফোন পেয়ে
বাসা থেকে আসি কিন্তু ফায়ার সার্ভিস আসতে বিলম্ব হওয়ায় অনেক বেশি ক্ষতি হয়েছে।
সিলেট মটরস এর মালিক আজিজুল বলেন ফায়ার সার্ভিসের গাফলতির কারণে অনেক বেশি ক্ষতি হয়ে গেল
গ্যারেজে থাকা ছয়টা গাড়ি সহ আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়।
এ ব্যাপারে নেত্রকোনা জেলার সদর সিনিয়র ফায়ার স্টেশনার আনোয়ার হোসেন বলেন আমাদের কাছে ফোন আসে রাত২:৪০ টায় এবং আমরা ঘটনাস্থলে ৩:১০ এ পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ।