অভিযান ২৪ ডেস্ক: বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ২০২১ সালে চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভূইয়ার কর্মদক্ষতা ও পরিচালনার মাধ্যমে ১ম স্থান অধিকার করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ। বিশ্বস্থ সূত্রে জানা যায়, সরকারের প্রতি বছর বিভিন্ন কার্যক্রমের উপর ইউনিয়ন পর্যায়ে মূল্যায়ন হয়ে থাকে। উক্ত মূল্যায়নে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দি ভূইয়ার নেতৃত্বে দক্ষ পরিচালনায় উপজেলার অন্য ৯ টি ইউনিয়নকে পেছনে ফেলে সর্বোচ্ছ মার্ক পেয়ে প্রথম স্থান অর্জন করেন।
এ বিষয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভূইয়া বলেন, সরকারের সকল নিয়ম নীতি মেনে সুষ্ঠ ও সুন্দরভাবে আমার পরিচালনা করার কারণে সরকারের বার্ষিক মূল্যায়নে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদকে উপজেলার অন্য সব ইউনিয়ন থেকে এগিয়ে রয়েছে। আমি সকলের কাছে দোয়া চাই আগামী দিনও যাতে আমার বিষ্ণুপুর ইউনিয়নকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি।