• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
স্বামী জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া বিজয়নগরে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমির টপ সয়েল, প্রশাসন নীরব। বিজয়নগ‌রে বেগম খালেদা জিয়ার সুস্থতায় উপ‌জেলা মডেল মসজিদে দোয়া মাহফিল সরাইলে সাজা‌নো হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ঘর বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর সরাইলে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ঘর বাড়িতে হামলা ও লুটপাট বিজয়নগরে মোটরসাইকেল ধাক্কা লাগায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা নেত্রকোণায় হাওর জলে বিষ,মারাত্মক ঝুঁকিতে মৎস্য সম্পদ আশুগঞ্জে প্রাইভেটকার তল্লাশি করে, বিদেশি পিস্তল,গুলি ও গাঁজাসহ আটক-২ একটি দল মহিলা সংগঠন তালিমের নামে নাকি জান্নাতের টিকিট দিচ্ছে ইঞ্জিনিয়ার শ্যামল নবীনগরে বন্ধুকে জবাই করে হত্যা

ব্রাহ্মণবা‌ড়িয়ায় ডিপজলের জন্য ২৫ লাখ টাকার রাজকীয় খাট বানালেন এক ভক্ত

অভিযান 24 / ৬৭০ Time View
Update : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

ব্রাহ্মণবা‌ড়িয়ায় ডিপজলের জন্য ২৫ লাখ টাকার রাজকীয় খাট বানালেন এক ভক্ত । বাংলা সিনেমার দর্শকদের কাছে এক জনপ্রিয় নাম ডিপজল। যার অভিনয় জয় করে নিয়েছে কোটি দর্শকের হৃদয়। যিনি খলনায়ক চরিত্র থেকে শুরু করে নায়কের চরিত্রে অভিনয় করে দেশের চলচ্চিত্রে আলোড়ন সৃষ্টি করেছেন। তার কোটি দর্শকের মধ্যেই একজন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকার ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া।

২০০৮ সালে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ‘দাদিমা’ সিনেমা দেখার মাধ্যমে এই অভিনেতার প্রতি ভালোবাসা জাগে দুলালের হৃদয়ে। এরপর থেকেই নিয়মিত ডিপজলের সিনেমা দেখা শুরু করেন তিনি।

এক সময় নিজের অজান্তেই ডিপজলের একজন ভক্ত হয়ে যান মীরহাটি এলাকার আবদুর সাত্তার মিয়ার ছেলে এই দুলাল।
আর সেই ভালোবাসা থেকে ডিপজলের জন্য বানালেন ২৫ লাখ টাকার নান্দনিক কারুকার্য খচিত এক রাজকীয় খাট।

যার খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ তার দোকানে ভিড় জমাচ্ছেন।
জানা যায়, ডিপজলকে ভালোবে‌সে তাকে উপহার দিতে ৩ বছর ৮ মাসে নিজ হাতে সুনিপুণ কৌশলে তৈরি করেছেন এক বিশাল খাট। খাটটির দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট এবং প্রস্থ সাড়ে ৬ ফুট। খাটটি তৈরি করতে আসল আকাশি কাঠ ব্যবহার করা হয়েছে। এছাড়া নকশায় ব্যবহার করতে হয়েছে ৩৮৭টি গোলাপ ফুলের ডিজাইন ও বিভিন্ন অংশ সংযোগ করতে ব্যবহার হয় ৮০টি নাট। প্রতিদিনই অসংখ্য উৎসুক মানুষ আসছেন দুলালের তৈরি করা খাটটি দেখার জন্য। দুলালের ইচ্ছে চলচ্চিত্র অভিনেতা ডিপজল এ খাট উপহার হিসেবে গ্রহণ করবেন।

স্থানীয় বাসিন্দা মো. জয়নাল অ‌ভিযান ২৪ ডট কম‌কে বলেন, দুলাল ডিপজলের প্রতিটি ছবি দেখতেন। সে তার একজন একনিষ্ঠ ভক্ত। ডিপজলের প্রতি ভালোবাসা থেকেই এ খাট তৈরি করেছেন। দুলালের এ খাটটি ডিপজল গ্রহণ করলে তার স্বপ্ন বাস্তবায়ন হবে।

পাপন নামের আরেক যুবক বলেন, যেকোনো জায়গায় ডিপজলের সিনেমার খবর পেলেই সেখানে চলে যেতেন। তিনি ডিপজলের অন্ধ ভক্ত। কারও সঙ্গে কথা বললেও ডিপজলের শুধু প্রশংসাই করেন। আর এ খাটটি তৈরির সময় অনেকটা গোপনেই করেছেন, কাউকে সামনে যেতে দেননি। বিষয়টি নিয়ে সবার কৌতূহল ছিল।

দুলালের বড় ভাই মোহাম্মদ হুমায়ুন বলেন, আমার ছোট ভাই দীর্ঘ তিন বছর ৮ মাসে এ খাট ডিপজলের জন্যে তৈরি করেছেন। সে খাটটি অনেক শখ করে বানিয়েছে। এ খাটের উছিলায় যেন ডিপজলের সঙ্গে দুলালের দেখা হয় এবং এ খাটটি যেন তিনি উপহার হিসেবে গ্রহণ করেন।

এ বিষয়ে ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া অ‌ভিযান ২৪ ডট কম‌কে জানান, অভিনেতা ডিপজলের সঙ্গে সরাসরি কোনোদিন কথা না হলেও তার প্রতি ভালোবাসা থেকে ডিপজলকে মামা নামে ডাকেন।

তিনি আরও জানান, ডিপজল মামার প্রতি ভালোবাসার কারণে উনাকে নিজের হাতে বানিয়ে ভিন্ন কিছু উপহার দেওয়ার ইচ্ছে হয়। তাই ধীরে ধীরে দীর্ঘ ৩ বছর ৮ মাসে তাজমহলের ডিজাইনে খাট তৈরি করেছি। যদি ডিপজল মামা আমার বানানো এই ক্ষুদ্র উপহারটি গ্রহণ করেন এবং ওনার সঙ্গে দেখা করার সুযোগ করে দেন তাহলে জীবন ধন্য হয়ে যাবে। আমি সেই আশায় রয়েছি।


More News Of This Category

You cannot copy content of this page