ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার তল্লাশি করে, বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছেন আশুগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা থানার আতাউর রহমানের ছেলে ইসহাক হাছান (২৩) প্রকাশ লিটন এবং ওই জেলার শিবপুর থানার আব্দুল হাশেমের ছেলে সুমন মিয়া(৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর সকাল ৯ টার সময় গেপান সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নং সদর ইউনিয়নের সোনারামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় প্রাইভেটকার তল্লাশী করে আরোহীদের হেফাজত হতে ১টি বিদেশী AUTO CAL-7.65 m/m পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন সহ ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজা, ১২টা ক্যান বিদেশী বিয়ার, ৬ বোতল EXCLUSIVE PREMIUM WHISKY জব্দ করেন। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।