একটি দল মহিলা সংগঠন তালিমের নামে নাকি জান্নাতের টিকিট দিচ্ছে বলে মন্তব্য করেছেন,বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বর্তমানে একটি দল মহিলা তালিমের মাধ্যমে বাড়ি বাড়ি ক্যাম্পেইন করছে এবং ইসলামের ভূল ব্যখ্যা দিয়ে মহিলাদের বেহেশতের নাকি চাবি দিবে বলে জনগণের কাছে ভোট চাচ্ছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাই সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ ছিলেন জনবিচ্ছিন্ন যার কারনে আ.লীগের পতনের সময় জনগণ তাদের পাশে ছিল না। তাই জনগণের বিপক্ষে যায় এমন কোনো কাজ বিএরপির নেতা কর্মীর করা উচিত না এবং করা যাবে না। জনবিচ্ছিন্নতার কারণেই মূলত চব্বিশের আন্দোলনে আ.লীগের পতন হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৪ টার সময় উপজেলার হরষপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হরষপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবুলের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি জহিরুল হক খোকন, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. গোলাম সারোয়ার খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক চেয়ারম্যান আবুল মোবারক মাস্টার, শাহ আলম মাস্টার, এসএম রাষ্টু সরকার, এইচ এম শাহজাহান মাস্টার, যুবদল নেতা জিয়াউর রহমান, কাশেম কিবরিয়া, জহিরুল ইসলাম সুজন এবং ছাত্রনেতা মেরাজুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি এ বি এম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, অ্যাড. আনিসুর রহমান মঞ্জু, অর্থ সম্পাদক হাজি মিজানুর রহমান, মনির হোসেন, শামিম মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেস দস্তগীর, সদস্য সচিব অ্যাড. ইমাম হোসেন, শাহ আলম, ছাত্রদলনেতা অনিকুল ইসলাম পলাশসহ সমাবেশে জেলা-উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।