অভিযান ২৪ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ক্ষতিগ্রস্থ ঈদগাহ মাঠ, ঈদের জামাত অনিশ্চিত হতে পারে মনে করছেন সাধারণ মুসল্লীরা । সরে জমিনে জানা যায়, উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঈদগাহ মাঠে পানি উঠে তলিয়ে যাচ্ছে। এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা তাদের ধানের জমিতে বিনা অনুমতিতে বাঁধ দিয়ে মাছের চাষ করছেন। এতে বাধ হিসেবে ব্যবহার করছেন ঈদগাহ বাউন্ডারি। এ দিকে জমির পানি আটকে রাখায় তলিয়ে যাচ্ছ ঈদগাহ মাঠের ফ্লোর। যে কোনো সময় নষ্ট হয়ে ধসে পড়তে পারে ঈদগাহ মাঠের বাউন্ডারি । এ বিষয়ে ২০২৪ খ্রি: ১০ জুন বিজয়নগর উপজেলা আইন শৃঙ্খলা সভায় উত্তাপিত হলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক ব্যবস্থা নিবেন বলে জানালেওে অদ্যবধি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি উপজেলা প্রশাসন দেখেও না দেখার ভান করছেন। এ বিষয়ে চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী অভিযান ২৪ ডট কমকে জানান, মাসিক আইন শৃঙ্খলা সভায় জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায় নাই। যারা ধানের জমিতে অনুমতি ছাড়া অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না ।এ বিষয়ে সহকারি কমিশনার(ভূমি)বিজয়নগর উপজেলা মোহাম্মদ মোজাহেরুল হক এর কাছ থেকে কোন বক্তব্য নেওয়া যায়নি। শুধু তার নাম কোড করে কোনো কিছু না লেখার কথা জানিয়েছেন। এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক অভিযান ২৪ ডট কমকে জানান,এলজিইডি কর্তৃপক্ষকে সমাধানের জন্য বলা হয়েছে, বিষয়াটি খতিয়ে দেখছি।