বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে গিয়ে বিএনপির লাখ লাখ মানুষ খুন, গুম ও মামলার শিকার হয়েছেন। স্বৈরাচার পালিয়েছে। কিন্তু জনগণের রাজনৈতিক অধিকার এখনো অর্জিত হয়নি। এজন্য আমাদের আন্দোলনও এখনো শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
বৃহষ্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধা ৭ টার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমতলী বাজারে চান্দুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকত দলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন মিয়ার জন্ম দিনের কেক কাটার সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এ কথা বলেন।
এ সময় বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, চান্দুরা ইউনিয়ন বি এন পির সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন আলমগীর, চান্দুরা ইউনিয়ন বি এন পির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, বিজয়নগর উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক আব্দুল কাদির,চান্দুরা ইউনিয়ন বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আবু তাহের, চান্দুরা ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন, যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ আরাফাত প্রমূখ উপস্থিত ছিলেন।