• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
বিজয়নগরে মোটরসাইকেল ধাক্কা লাগায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা নেত্রকোণায় হাওর জলে বিষ,মারাত্মক ঝুঁকিতে মৎস্য সম্পদ আশুগঞ্জে প্রাইভেটকার তল্লাশি করে, বিদেশি পিস্তল,গুলি ও গাঁজাসহ আটক-২ একটি দল মহিলা সংগঠন তালিমের নামে নাকি জান্নাতের টিকিট দিচ্ছে ইঞ্জিনিয়ার শ্যামল নবীনগরে বন্ধুকে জবাই করে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্বহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কলেজের সবাই ফেল বিজয়নগ‌রের আ‌ড়িয়ল গ্রাম থে‌কে এক বৃ‌দ্ধের মর‌দেহ উদ্ধার বিজয়নগরে আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা: ) পালিত বিজয়নগরে  পিতার সম্পত্তি  থেকে বঞ্চিত করার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুরে নমূনা শস্য কর্তন অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ১৭৭ Time View
Update : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

শেখ নাসির আহমেদ, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে নমূনা শস্য কর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে দেশ। এবারের মৌসুমে দেশী জাতের ধান ছাড়াও বেশ কয়েকটি উন্নত জাতের ধান চাষ করা হয়েছে, এবং ফলনও হয়েছে আশাতীত।

২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত খেজু গ্রামে জামুডাঙ্গা ব্লকে চলতি বোরো মওসুমে রোপনকৃত ব্রিধান-২৮ ও ব্রিধান-৮৪ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন হয়।

এতে দেখা যায় ব্রিধান ২৮ প্রতি শতাংশে প্রায় ৩০ কেজি ৬০০গ্রাম যা বিঘা প্রতি প্রায় ২৫ মন,
আর ব্রিধান-৮৪ প্রতি শতাংশে প্রায় ২৯ কেজি ৪০০গ্রাম যা বিঘা প্রতি প্রায় সাড়ে ২৩ মন ধান উৎপাদন হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবুল আলম বসুনিয়া,
উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুর রব সরকার, উপসহকারী কৃষিবিদ মো: আবু বক্কর সিদ্দিক, উপসহকারী মোঃ আশরাফুল আলম, কৃষক মো: সমন মিয়া, কৃষক নূরুল আমীন প্রমূখ।

এছাড়াও স্থনীয় কৃষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা কৃষি অফিসার মো: মতিউল আলম বলেন, এবারের মৌসুমে উপসী জাতের ২৮, ২৯, ৭৪, ৮৪, ৮৮, ৮৯, ৯২, ১০০ বিহাইব্রিড ৬, কাটালীভোগ সহ বিভিন্ন জাতের ধান চাষ করা হয়েছে।
এরমাঝে ব্রিধান ৮৪ একটি নতুন জাতের জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ধান, এতে অনেক উপকারিতা রয়েছে। অন্যান্য সাধারণ ধানের চেয়ে দামও বেশি। এই ধান চাষ করে কৃষক যেমন আর্থিক ভাবে লাভবান হবে তেমনি পুষ্টিগুন সমৃদ্ধ খাবারের চাহিদাও পুরণ হবে।
তবে চলতি মওসুমে ব্রিধান ২৮ এ কোথাও কোথাও ব্লাস্ট আক্রান্তের খবর পাওয়া গেছে। কিন্তু যারা নিয়ম মেনে পরিচর্যা করেছেন তাদের ক্ষেতে এ সমস্যা তেমন দেখা যায়নি।

অত্র ব্লকের কৃষক সুমন মিয়া জানান, তার চাষকৃত ব্রিধান ২৮ খুব ভালো ফলন হয়েছে।
ব্রিধান ৮৪ও আশাতীত ফলন হয়েছে।
কৃষি অফিসারের সার্বিক সহযোগিতায় রোগমুক্ত ধান ফলাতে পেরে এবং কষ্টার্জিত সোনারাঙ্গা ফসল কর্তন করে ব্যাপক আনন্দ প্রকাশ করেন তিনি।

কৃষক নুরুল ইসলাম জানান, কৃষি অফিসারদের সহযোগিতায় অন্যান্য বছরের তুলনায় ধানের ফলন অনেক ভালো হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page