• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
বিজয়নগরে মোটরসাইকেল ধাক্কা লাগায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা নেত্রকোণায় হাওর জলে বিষ,মারাত্মক ঝুঁকিতে মৎস্য সম্পদ আশুগঞ্জে প্রাইভেটকার তল্লাশি করে, বিদেশি পিস্তল,গুলি ও গাঁজাসহ আটক-২ একটি দল মহিলা সংগঠন তালিমের নামে নাকি জান্নাতের টিকিট দিচ্ছে ইঞ্জিনিয়ার শ্যামল নবীনগরে বন্ধুকে জবাই করে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্বহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কলেজের সবাই ফেল বিজয়নগ‌রের আ‌ড়িয়ল গ্রাম থে‌কে এক বৃ‌দ্ধের মর‌দেহ উদ্ধার বিজয়নগরে আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা: ) পালিত বিজয়নগরে  পিতার সম্পত্তি  থেকে বঞ্চিত করার অভিযোগ

বিজয়নগরে ভিন্ন কৌশলে  ভারতে শিশু পাচারের অভিযোগ

Reporter Name / ২৫৯ Time View
Update : শনিবার, ১ জুলাই, ২০২৩

 নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভিন্ন কৌশলে ভারতে শিশু পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামে মোঃ রিপন মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার (৯) ও মোঃ মামুন মিয়ার মেয়ে মাফিয়া আক্তার (৮) গত ২৯ জুন ঈদুল আযহার দিনে বেলা ১১ টার সময় পাশর্^বর্তী দেওয়ান বাজারে আইসক্রিম আনার জন্য গেলে পাচারকারীর চক্র উক্ত শিশু দুইটিকে অটোরিকশা দিয়ে বাড়ি পৌঁছিয়ে দিবে বলে তুলে নিয়ে যায়। পরে সুবিধাজনক স্থানে শিশু দুইটিকে পানিতে ঔষধ মিশিয়ে অজ্ঞান করে পাহাড়পুর ইউনিয়নের মনিপুর এলাকায়  ভারতীয় সীমান্তে পাচার করার উদ্দেশ্যে নেন। সেখানে একটি কুড়েঘরে শিশু দুইটিকে আটকে রেখে জ্ঞান ফিরলে যাতে চিৎকার না করতে পারে সে জন্য ভয় ভীতি দেখান। শিশু দুইটির বাবা মা তাদেরকে খুঁজে না পেয়ে তাৎক্ষনিক বিজয়নগর থানায় অবগত করেন এবং এলাকায় মাইকিং ও স্যোসাল মিডিয়ায় শিশু দুইটির ছবিসহ প্রচার করেন। এ দিকে পাচারকারীর চক্র জনতার উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকার লোকজন শিশু দুইটিকে উদ্ধার করে বাড়িতে পৌছান। পরে শিশু দুইটির বর্ণনামতে উক্ত অটোরিকশাকে পাশ^বর্তী সোনামোড়া গ্রামের  একটি অটোগ্যারেজে খুঁজে পাওয়া যায়।  সেখানে চালককে খোঁজ করলে সে দৌড়ে পালায় এবং লোকজন তাকে চিনতে পারেন। পরে স্থানীয় ভাবে পাঁচগাও  গ্রামের লোকজন বিষয়টি সমাধান করার জন্য নিদারবাদ  গ্রামের মোঃ বাবুল মিয়া, মোঃ সারুয়ার রহমান ছুট্ট সহ অনেকের স্বরনাপন্ন হন।

 এ নিয়ে আজ ১ জুলাই বিজয়নগর থানায় সুবর্ণা আক্তারের বাবা মোঃ রিপন মিয়া বাদী হয়ে উক্ত অটোরিকশা চালক উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামের মৃত সফর আলীর ছেলে তকদির হোসেন প্রকাশ তছর আলীর ( ৪৮) নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি পাচগাও গ্রামের ছোট্টু মেম্বারের মেয়ের জামাতা । অনেক দিন ধরে তিনি শশুড় বাড়িতে থাকেন এবং এই এলাকায় অটো রিকশা চালান।  

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এর বিহিীত ব্যবস্থা নেওয়া হবে। 


More News Of This Category

You cannot copy content of this page