চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কলেজের সবাই ফেল করেছে। এ গুলো হল জেলার বিজয়নগর উপজেলার চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, নিদারাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে এবং নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ।
চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অংশ নেওয়া ১১ পরীক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। প্রত্যেকেই মানবিক বিভাগের শিক্ষার্থী। নিদারাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অংশ নেওয়া ৬ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। এদের মধ্যে একজন ব্যবসায় শিক্ষা এবং বাকিরা মানবিক শাখার শিক্ষার্থী। এছাড়া নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকেও অংশ নেওয়া ৪ পরীক্ষার্থীর কেউ পাশ করেনি। অকৃতকার্য হওয়া তিন কলেজের মধ্যে দুইটি থেকে এবারই প্রথম এইচএসসি পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা। এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সরকার চেষ্টা করছে শিক্ষার্থীদের পড়ালেখা যেন সার্টিফিকেট নির্ভর না হয়ে মেধাসম্পন্ন হয়। এর জন্য এবার পাশের হার কমেছে। যে তিনটি কলেজের সব পরীক্ষার্থী ফেল করেছে- সেগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য : এবারের এইচএসসি পরীক্ষায় জেলার ৯টি উপজেলা থেকে ১২ হাজার ৬১২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬ হাজার ৫৩৩ জন। এবার জিপিএ-৫ পেয়েছেন ২৮৫ জন পরীক্ষার্থী। আর পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৬ হাজার ৭৯ জন।