জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী মাধবপুর উপজেলা জাতীয় পার্টি নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে।
গত বুধবার (০১জানুয়ারি ২০২৫)দুপুর ২ঘটিকায় মাধবপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি হৃদয় এস এম শাহ্-আলম এর সঞ্চালনায় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফকির কায়সার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: আক্তার হোসেন মনির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো: কবির,হাজ্বী আবুল বাশার,সৈয়দ মিয়া,আব্দুল মালেক,মহন মিয়া,শফিকুল আলম,হান্নান,আয়ুব আলী প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি ফকির কায়সার আহমেদ বলেন, ‘পার্টির চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করতে আমরা তূর্ণমূল থেকে কাজ করে যাব নি:স্বার্থ ভাবে।’
পরে আনন্দ ড়্যালী, কেক কাটা ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সফল ভাবে সমাপ্ত হয়। প্রতিটি কর্মসূচিতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্বত:স্ফুর্ত ভাবে অংশগ্রহণ করে।