• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
বিজয়নগরে মোটরসাইকেল ধাক্কা লাগায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা নেত্রকোণায় হাওর জলে বিষ,মারাত্মক ঝুঁকিতে মৎস্য সম্পদ আশুগঞ্জে প্রাইভেটকার তল্লাশি করে, বিদেশি পিস্তল,গুলি ও গাঁজাসহ আটক-২ একটি দল মহিলা সংগঠন তালিমের নামে নাকি জান্নাতের টিকিট দিচ্ছে ইঞ্জিনিয়ার শ্যামল নবীনগরে বন্ধুকে জবাই করে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্বহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কলেজের সবাই ফেল বিজয়নগ‌রের আ‌ড়িয়ল গ্রাম থে‌কে এক বৃ‌দ্ধের মর‌দেহ উদ্ধার বিজয়নগরে আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা: ) পালিত বিজয়নগরে  পিতার সম্পত্তি  থেকে বঞ্চিত করার অভিযোগ

বিজয়নগ‌রে ছেলের হা‌তের কব‌জি কর্তন ও সন্ত্রাসী হামলার প্রতিবা‌দে শতবর্ষী মায়ের সংবাদ

আলমগীর হোসাঈন / ৩৭১ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগ‌রে ছেলের হা‌তের কব‌জি কর্তন ও নাতিকে কু‌পি‌য়ে আহত করার প্রতিবা‌দে  শতবর্ষী মা সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছেন ।   রেললাইন সংলগ্ন পুকুর দখলের বিরোধের জেরে ২২ জুন  রবিবার দুপুরে অর্তকিত মামলায় মাদ্রাসার সাবেক শিক্ষক ইদ্রিস হাসান (৬০)  হাতের কব্জি কর্তন করে বিচ্ছিন্ন করে এবং তার ভাই ও ছেলে মারাত্মক জখমী হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।   এদিকে এ ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করে এক সংবাদ সম্মেলনে করে আহত ইদ্রিস হাসানের পরিবার।  সোমবার দুপুর ২ টার সময় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে তাদের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন আহত ইদ্রিস হাসানের শতবর্ষী মা রহিমা খাতুন। এসময় তিনি কান্নায় জড়িত স্বরে ছেলে ও নাতির উপর সন্ত্রাসী হামলার ন্যায় বিচারের প্রার্থনা করেন।  সংবাদ সম্মলনে আহতে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ঈদ্রিস হাসানের ছোট ভাই কবীর হোসেন। তিনি বলেন, গত রবিবার দুপুরে আমাদের পূর্ববর্তী ওয়ারিশগণের দখলমূলে আমরা পুকুরের মালিকানা স্বত্ববান হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগদখলকার আছি। বরাবরের মতো আমার বড়ভাই ইদ্রিস হাসান ও তার ছেলে মেহেদী হাসান পুকুরে মাছের খাদ্য দিতে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা ইছাম উদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ইছাম উদ্দিনের ছেলে আতিকুল ইসলামের হাতে থাকা চায়না  কুড়ালের কোপে ঈদ্রিস হাসানের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।  এসময় হামলাকারীদের হাত থেকে ফেরাতে গেলে মেহেদী হাসান ও হুমায়ুন কবীর নামে দুইজনও গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। অবস্থা অবনতি হলে ইদ্রিস হাসানকে ঢাকা পঙ্গু হাসপালে পাঠানো হয়।  এদিকে প্রতিপক্ষের লোকজন এঘটনাকে ভিন্ন খাতে নেয়ার জন্য সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন আহত ইদ্রিস হাসানের পরিবার। গুরুতর আহত ইদ্রিস হাসানের মা রহিমা খাতুন বলেন, তারা সন্ত্রাসী কায়দায় আমার ছেলে ও নাতিরে কুপিয়ে মেরেছে।  আমি এর সুষ্ঠু বিচার দেখে যেতে চাই। দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি জানাই।  এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন আহত ইদ্রিস হাসানের ভাই আব্দুল কুদ্দুছ।  সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, আবুল হোসেন, ছিদ্দিকুর রহমান, আব্দুল আজিজ, মনির হোসেন, আবু হানিফ প্রমুখ।  এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম অ‌ভিযান টো‌য়ে‌ন্টিফর  ডট কম‌কে  জানান, এ ঘটনার একটি অভিযোগ পেয়েছি। মামলার প্রক্রিয়া  চলমান র‌য়ে‌ছে।


More News Of This Category

You cannot copy content of this page