বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই শিশুর মরহেহ উদ্ধার করেছেন বিজয়নগর থানা পুলিশ।
জানা যায়, ১ মে বেলা ১১ টার সময় উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাটের পুকুর থেকে শিশু দুইটির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশু দুইটি হলেন, উক্ত গ্রামের এনাম খাঁর ছেলে আরাফাত খাঁ ( ৯) এবং একই উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে সামির (৮)। চম্পকনগর ইউপি সদস্য রেজুয়ার আহমেদ জানান, গতকাল ৩০ এপ্রিল রোববার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাতে চান্দুরা- আখাউড়া রোডে মাইকিং করা হয় এবং ১ মে সোমবার সকালে থানায় সাধরণ ডায়রি করা হয়। পরে থানা পুলিশ পুকুরে খোঁজাখুঁজি করে শিশু দুইটির মরদেহ উদ্ধার করেন। তিনি আরো বলেন, আরাফাত আমাদের এলাকার ছেলে এবং সামির তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।