বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
১৭ মে (বুধবার) বেলা ১১ টার সময় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামীলগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল ভূঞার সভাপতিতত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গির মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জহিরুল ইসলাম ভিপি সোহেল, প্রভাষক এনামুল কবীর সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, চান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান, এ এম শামিউল হক চৌধুরী, ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান, জিয়াউল হক বকুল, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইছাক সকার প্রমূখ।
এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।