• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
বিজয়নগরে মোটরসাইকেল ধাক্কা লাগায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা নেত্রকোণায় হাওর জলে বিষ,মারাত্মক ঝুঁকিতে মৎস্য সম্পদ আশুগঞ্জে প্রাইভেটকার তল্লাশি করে, বিদেশি পিস্তল,গুলি ও গাঁজাসহ আটক-২ একটি দল মহিলা সংগঠন তালিমের নামে নাকি জান্নাতের টিকিট দিচ্ছে ইঞ্জিনিয়ার শ্যামল নবীনগরে বন্ধুকে জবাই করে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্বহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কলেজের সবাই ফেল বিজয়নগ‌রের আ‌ড়িয়ল গ্রাম থে‌কে এক বৃ‌দ্ধের মর‌দেহ উদ্ধার বিজয়নগরে আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা: ) পালিত বিজয়নগরে  পিতার সম্পত্তি  থেকে বঞ্চিত করার অভিযোগ

বিজয়নগরে ঈদগাহ নির্মান কাজে চরম অনিয়ম,জনমনে ক্ষোভ

Reporter Name / ২২৭ Time View
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩


বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদগাহ নির্মান কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সরে জমিনে জানা যায, উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও দাউদপুর মোহাম্মদীয়া ফোরকানিয়া হাসানিয়া মাদ্রসার ঈদগাহ মাঠ টালাইয়ের কাজে নিম্মমানের ইট সুরকি সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এতে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হযেছে। গত জুন মাসে ঈদগাহ মাঠ নির্মানে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা সরকারি টেন্ডার হয়। এতে উপজেলা এল জি আরডির মাধ্যমে ডিএনবি ইঞ্জিনিয়ারিং নামক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি নির্মান করেন। ঢালাই ও উপরের আস্তুর নিম্ম মানের হওয়ায় জনগণ বাঁধা প্রদান করেন। এতে ঠিকাদারী প্রতিষ্ঠান জনগনকে সরকারি কাজে বাধা প্রদান করছে মর্মে ভয় দেখান এবং ঈদুল আযহার আগেই তারাহুরা করে উক্ত কাজ সমাপ্ত করেন। সিমেন্টের পরিবর্তে বালি ব্যবহার করেছেন ফলে আগুলের আছর দিতেই ঢালাই উঠে যায়। ঈদগাহ মাঠে নামাজ পড়তে এসে মুসল্লিাদের কাপড় বালিতে ভরে যায়।
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায় নাই।
এ ব্যাপারে উক্ত বিষয়ে দায়িত্বরত উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন এব কোন সদোত্তর দিতে পারে নাই।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া জানান, আমি বিষয়টি শুনেছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category

You cannot copy content of this page